প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

শনিবার, ডিসেম্বর ১৫

ভিজিটিং কার্ড তৈরী করার একটি সফটওয়্যার

আসসালামু আলাইকুম
বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন।
অনেক দিন পরে আসলাম। অনেকদিন যাবত কোন সফটওয়্যার শেয়ার করি না তাই আজ একটি সফটওয়্যার শেয়ার করবো বলে ইচ্ছা হয়। তাই বসে পরলাম লেখার জন্য। আজকে আমি যেই সফটওয়্যারটি নিয়ে আসলাম সেটির নাম CardWorks Business Card Software,                         হয়ত নাম দেখেই বুঝতে পারছেন এটি দিয়ে কি করে। ঠিক তাই ধরেছেন এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজেই আপনার জন্য ভিজিটিং কার্ড তৈরী করতে পারবেন নিমিসেই। তাছাড়া কার্ড এর মনকরা ডিজাইনতো আছেই।

আসুন এর কিছু Screen Shot দেখিঃ


কিভাবে কি করবেনঃ
১. আপনার সফটওয়্যার এর থেকে একটি ডিজাইন পছন্দ করে বাছাই করে নিন।
২. এবার আপনার তথ্য দিন সফটওয়্যার এর বাম পাশের Select Busniness information set এ। এখানে যেই খালি জায়গা গুলো আছে তাতে আপনি আপনার তথ্যগুলো দিয়ে দিন
৩. এবার এটিকে আপনি ইচ্ছে করলে Print করতে পারবেন, আবার সেভ ও করতে পারেবন।


Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com