প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

আমাদের সম্পর্কে



প্রযুক্তির খেলা সম্পর্কে কিছু কথাঃ
মানুষের জীবনযাত্রার সর্বস্তরে আজ বিজ্ঞানের সফল পদচারণা লক্ষনীয়। বিজ্ঞানের অভ্যুদয় ও অগ্রগতির আলোকে পৃথিবী আজ উদ্ভাসিত। নব নব আবিস্কারের কল্যাণমুখী প্রয়োগে আধুনিক জীবনে বিজ্ঞান যোগ করেছে নতুন মাত্রা। বিজ্ঞানের কল্যাণে পৃথিবী থেকে আজ বিদূরিত হয়েছে প্রাগৈতিহাসিক অন্ধকার। অরণ্যচারী যাযাবর মানুষের উত্তর-প্রজন্ম বিজ্ঞান-বুদ্ধির কল্যাণে আজ নতুন সভ্যতার কর্ণধার। বিজ্ঞান ও বিজ্ঞানের আবিস্কার ছাড়া বর্তমান যুগে জীবনের চলমানতা কল্পনা করা অসম্ভব। দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রই আজ বিজ্ঞানের অপরিমেয় দানে সমৃদ্ধ। বিজ্ঞান ছাড়া জীবন আজ অচল। মানুষের অনুসন্ধান, জিজ্ঞাসা, প্রশ্ন, প্রয়োজন সবকিছুই দিচ্ছে আজ এই বিজ্ঞান বা প্রযুক্তি। বিজ্ঞান থেকেই তৈরী এই প্রযুক্তির। প্রযুক্তির খেলা.কম এই ক্ষুদ্র ব্লগটি একটি মিশ্র ব্লগ। যেখানে অনেক প্রকার বিভাগের সম্মানয়ে  একটি ব্লগ তৈরী হয়েছে। তবে এখানে প্রযুক্তি বিষয়টিকে বেশী প্রাধান্য দেওয়া হয়।


প্রযুক্তির খেলা.কম এর ইতিকথাঃ
প্রযুক্তির খেলা.কম এই ব্লগটি আজ নতুন নয়। প্রযুক্তির খেলা এই ব্লগটি প্রথম কার্যক্রম শুরু করে ব্লগস্পট দিয়ে ২০১১ সালে। তবে একটা কথা যখন এই ব্লগটি আমি তৈরী করি তখন আমি ব্লগ সম্পর্কে কিছুই জানি না। আমার একটা শখ ছিল আমার একটা সাইট থাকবে সেই শখ অনুযায়ী একটা ব্লগ আমি তৈরী করি। আমার ব্লগস্পট সাইট (www.projuktirkhela.blogspot.com) তারপর সেখান থেকেই আমার এই ব্লগের জন্ম এবং আমার সবচাইতে খুশির বিষয় হচ্ছে আপনারা ব্লগস্পট সাইট থেকে এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়েছেন আমার সাইটে ভিজিট করেছে এবং করছেন।


আমার সম্পর্কেঃ
আপনারা আমাকে অনেকেই চেনেন আবার অনেকই চেনেন না। যাই হোক আমার নাম মো. ইফতেখার আলম (শিবলু)। তবে আপনারা বেশীর ভাগই আমাকে ই.এ.শিবলু (E.a. Shiblu) নামে জানেন।এইটা আমার ফেসবুক প্রফাইল নাম। আমি ২০১০ এর শেষ দিক থেকে বিভিন্ন বাংলা সাইট গুলোর সন্ধান পাই এবং সেই সাইট গুলোকে আমি সব সময় ফলো করতে থাকিযাই হোক আমি রাহাত ভাই থেকে অনুপ্ররোনা পাই ব্লগিং এ। এই জন্য রাহাত ভাইকে অনেকে অনেক ধন্যবাদ। আসলে আমার ব্লগিং করার মূল কারণ হচ্ছে আমার নতুন কিছু জানার ইচ্ছে। একজন ব্লগার যখন কোন বিষয়ে কিছু লিখবে তখন তাকে সেই বিষয়ে অবশ্যই পড়তে হয় আর যার কারণে তার নতুন কিছু শেখা হয়। এবং সেই শেখা বিষয়টা সে পোস্ট আকারে লিখে এতে সে নিজেও কিছু জানলো এবং অন্যকেও জানালো। আমি ২০১০ সালে এস.এস.সি পরীক্ষা দেই এবং ২০১২ সালে এইচ.এস.সি পরীক্ষা দেই এবং আমি বি.বি.এ তে ভর্তি হওয়ার আগেই একটি ভাল কোম্পানিতে চাকরী পাই যার কারণে এখন আর পড়ছি না। আমি এখন কাতার এর দোহাতে একটি কোম্পানির কম্পিউটার অপারেটর হিসেবে আছি এবং ভাল বেতন পাচ্ছি আর কাজের ফাকে ফাকে ব্লগিং করছি আপনার এবং আমার জন্য।

কোন প্রকার সাহায্য দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারে। মোবাইলঃ +৮৮ ০১৮৪৯ ৪৭৪ ৫১৪ অথবা ফেসবুক এর মাধ্যমে আমাকে ইনবক্স করুন আপনার সমস্যার সমাধান আমার আয়তায় থাকলে আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো।
প্রযুক্তির খেলা.কম যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে অবশ্যই প্রযুক্তির খেলা ফেসবুক, টুইটার ও গুগল+ এ যোগ দিবেন।
ফেসবুকটুইটারগুগল+


আমাদের দিয়ে আপনার ব্যানার ডিজাইন করতে পারেন
আপনার বিজ্ঞাপন মূলক যেকোন প্রকার ব্যানার এর ডিজাইন আমরা করে দিতে পারি যদি আপনি চান সল্পমূল্যে। আমারা যেকোন প্রকার ডিজাইন এর কাজ করে থাকি যেমনঃ সাইট ব্যানার, এনিমিটিড ব্যানার, পোস্টার ব্যানার, কোম্পানি লোগো সহ আরো অনেক কিছু। আমাদের কিছু কাজ আপনি এখান থেকে দেখতে পারেন।

কোম্পানি লোগো
ইমেজ ব্যানার
এনিমিটিড ব্যানার
অন্যান্য কাজ
আপনি যেকোন প্রকার লোগো আমাদের থেকে করে নিতে পারেন। আমরা দক্ষ ডিজাইনার দিয়ে আপনার কাজটি করে দিবো। আমরা বিভিন্ন ফ্রিলেন্সার সাইটে   লোগো বানানোর কাজ করে থাকি। আমরা আপনার নির্দেশনা অনুয়ায়ী আপনার কাজ করে দিবো এবং এর জন্য নিবো সল্পমূল্য।
আপনার বিজ্ঞাপনের জন্য আপনার ব্যানারটি ইচ্ছে করলে আমরা করে দিতে পারি যদি আপনি চান। আমরা এই পর্যন্ত অসংখ্য কাজ করেছি। আপনি ইছা করলে আমাদের কাজগুলো দেখতে পারেন। এই খানে ক্লিক করে। আমরা আপনার কাজটি আপনার অনুযায়ী করে দিবো ইনশাআল্লাহ্‌। যদি আপনি চান
আমরা লোগো ও ইমেজ ব্যান্যার এর সাথে এনিমিটিভ ব্যানার এরো কাজ করে থাকি। আপনি হয়তো দেখতে পারেছেন আমাদের সাইটে বিভিন্ন প্রকার এনিমিটিড ব্যানার রয়েছে তা আমাদের নিজের তৈরী। আপনি ইচ্ছে করলে আমাদের মাধ্যমে আপনার কাজটি করিয়ে নিতে পারেন।
আমারা এই সব ছাড়াও আরো কিছু কাজ করে থাকি। যেমনঃ কোন ফাইলের ফন্ট পেজ, বইয়ের ফন্ট পেজ, বড় ব্যানার, অর্থাৎ আমরা সকল প্রকার গ্রাফিক্স ডিজাইন করে থাকি। আপনি ইচ্ছে করলে আমাদের থেকে আপনার কাজটি করিয়ে নিতে পারেন।
আমাদের সাথে যোগাযোগ করুনঃ +৮৮  ০১৮৪৯ ৪৭৪ ৫১৪ । 
                                           +৮৮  ০১৯২৮ ৭৬৭ ৭০৬
অথবা আমাদের ইমেল করুনঃ sibluhasan@gmail.com
অর্থ লেনদেন করতে পারেনঃ বিকাশ এবং ডিবিবিএল এর সাথে।
·         বিকাশঃ   +৮৮  ০১৮৪৯ ৪৭৪ ৫১৪
·         ব্যাংক হিসাবঃ DBBL (Dutch-Bangla-Bank-Limited)
NameMD Eftakher Alam
A/C : 0119105000042852
Branch: Donia


 

↓↓প্রযুক্তির খেলা.কম এর আরো কিছু পেজ দেখতে পারেন↓↓
নীতিমাল  ।  প্রাইভেসি পলেসি  ।  বিজ্ঞাপন
Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com