প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

শুক্রবার, ডিসেম্বর ১৪

Window 8 Setup চিত্রসহ পরিপূর্ণ টিউটোরিয়াল

Windows / Operating System  কে বুঝাবার কোন দরকার নেই আশা করি। তাই সরাসরি চলে যাই সেই কাজে যেই কাজে Window 8  সেটআপ দেওয়া যায়। Window 8  এবং Windows 7  এর সেটআপ এর তেমন কোন পরিবর্তন নেই। দুইটা একই ভাবে করা হয়। চলুন দেখি কিভাবে আমারা আমাদের কম্পিউটারে Window 8  সেটআপ দিতে পারি। নিচে চিত্রসহ সেটআপ দেওয়ার নিয়ম দেওয়া হলঃ
প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, আপনি আপনার কম্পিউটারে Window 8  এর CD  টি প্রবেশ করান। তারপর আপনার কম্পিউটারটি Restart  করুন, এবং চালু হওয়ার সময় F10  বাটনে চেপে CD  Boot  করান অথবা কিছুক্ষন পর Press any key to  boot from CD  লেখা আসবে । এই লেখাটি আসলে আপনার কীবোর্ড থেকে যেকোন একটা Key প্রেস করুন। আপনি যখন CD  বুট করাবেন তখন নিচের মত একটি চিত্র দেখতে পারেবন। 
এবার আপনি কিছুক্ষন অপেক্ষা করুন, কিছুক্ষন অপেক্ষা করার পর দেখবেন আরেকটা অপশন চলে আসবে। সেখানে আপনি আপনার কম্পিউটারের জন্য ভাষা, সময় ও ইনপুট ভাষা সিলেক্ট করবেন। নিচের চিত্রের মত করে।
এবার আপনি এই ঘর গুলোতে লেখার পর Next  বাটনে ক্লিক করুন। তারপর দেখবেন আরেকটি অপশন আসবে। সেখানে আপনার তেমন কিছু করা লাগবে না শুধু Install  বাটনে ক্লিক করুন। নিচের চিত্র দেখে নিন
তার পরপরই দেখবেন আরেকটা অপশন চলে আসছে। সেখানে আপনি আপনার সিরিয়াল কী দিয়ে নিন। (সিরিয়াল কী CD  তে দেওয়া থাকে না থাকলে এটা দেখতে পারেনঃ FB4WR-32NVD-4RW79-XQFWH-CYQG3 )..এরপর Next  বাটনে ক্লিক করে নিন। নিচে চিত্র দেখে নিন
এবার আপনি যেই অপশন দেখছেন সেখানে আপনি শুধু I Accept the license terms এ ক্লিক করে Next  দিয়ে দিন। নিচের ছবির মত

এবার যেটা সবচাইতে বেশী গুরুত্বপুর্ন সেটা হল আপনি কোন ড্রাইভে আপনার Window s  8 সেটআপ দিবেন। আপনি নিচের চিত্রে ন্যায় Custom:Install Windows only (advanced) ক্লিক করুন। নিচের ন্যায় একটি চিত্র দেখতে পারেবন।

Custom:Install Windows only (advanced) এ ক্লকি করার সাথে সাথেই নিচের ন্যায়
একটি চিত্র দেখাতে পারবেন।
এখানে আপনি যে ড্রাইভে আপনার Window 8  টি সেটআপ দিতে চান। সে ড্রাইভ টিকে সিলেক্ট করুন তারপর নিচের ন্যায় একটি চিত্র দেখতে পারবেন।
এখানে আপনি সেই ড্রাইভটিকে সরাসরি ডিলেট করে দিন। (সব গুলো ড্রাইভ ডিলেট করে দিয়েন না। শুধু সেই ড্রাইভটি ডিলিট করুন যেটিতে সেটাপ দিবেন) একই ভাবে আপনি দেখবেন কিছু ছোট ছোট ড্রাইভ আছে যার সাইজ প্রায় ১০০, ১০ মেগাবাইট। সেগুলোও ডিলেক্ট করে নিন। তারপর দেখবেন সব মিলিয়ে একটি খালি ড্রাইভে পরিণত হয়েছে। এবার সেটিকে সিলেক্ট করে নিন। তারপর New তে ক্লিক করেন। নিচের চিত্রে ন্যায় 
তারপর আবারও Ok দিন। নিচের মত
এবার আপনি সরাসরি Next বাটনে ক্লিক করে নিন।
এবার আপনি বসে থাকুন কিছুক্ষন কারণ আপনার Window 8  সেটআপ নিচ্ছে। নিচের মত চিত্র দেখে নিন।
১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ১০০% হওয়ার মাঝ পথে আপনার কম্পিউটারটি একবার Restart নিবে। নিচের চিত্রে ন্যায়।
এটি একা একা Restart  নিয়ে নিবে তারপর সম্পুর্ন হলে নতুন একটি Window  আসবে। নিচের চিত্রের ন্যায়।
Getting devices ready  ৫০% থেকে ১০০% হওয়ার পর আবারও নতুন একটি Window
আসবে। নিচের চিত্রের মত
এরবার আপনার পিসি Restart  নিবে। তারপর পিসি চালু হওয়ার পর নিচের চিত্রের মত দেখতে পারবেন। এখানে আপনি আপনার পিসির নাম দিন।
তারপর Next  বাটনে ক্লিক করে নিন। তারপর আরেকটি Window  দেখতে পারবেন। নিচের চিত্রের ন্যায়
তারপর আপনি Use express settings  এ ক্লিক করুন। ক্লিক করার পরই নিচের মত দেখতে পারবেন। 
কিছু করার দরকার নেই। শুধু Next  বাটনে ক্লিক করে দিন। তারপর আপনি নিচের মত একটি চিত্র দেখতে পারবেন।
কিছুক্ষন অপেক্ষা করার পর আরেকটি পেজ আসবে
আবারও কিছুক্ষান অপেক্ষা করেন তারপর কিছুক্ষনের মধ্যেই আপনার স্বপ্ন সত্যি হয়ে যাবে আপনার পিসিতে Windows 8  থাকবে আপানার পছন্দের ন্যায়।নিচের চিত্রটি দেখে নিন ।
  • ভাল লাগলে বা সমস্যা হলে মন্তব্য করে জানাবেন।
 ☺☻ফেসবুক এ লাইক দিন লাইভ আপডেট পাওয়ার জন্য।☻☺


Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com