প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

শুক্রবার, জুন ৭

নিজের আইকন নিজেই বানান আর কম্পিউটারকে সাজান

আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরা যারা কম্পিউটার চালাই তারা সবাই চেস্টা করি যেকোন ভাবেই কম্পিউটারকে সুন্দর করতে, আমরা ব্যবহার করি নানা রকম আইকন। আর এই আইকন ডাউনলোড করতে খুজে বেড়াই নানা ওয়েব সাইট। তাই আজ দেখাবো কিভাবে নিজেই আইকন বানানো যায়।

আজ আইকন ডাউনলোড করতে বলবো না বা কোন আইকন ডাউনলোড পেকেজ দিব না। আজ সরাসরি দেখাবো কিভাবে নিজের ইচ্ছে মত করে আইকন বানানো যায় খুব সহজেই। আমি আজ যেই সফটওয়্যারটির মাধ্যমে আইকন বানানো দেখাবো তাই দিয়ে কাজ করা একবারে সহজ। যেকোন বাচ্চাও এ দিয়ে কাজ করতে পারবে। আপনারা অনেক কেই মনে মনে বলছেন এই লেখটা একবারে লুল বেশী লেখে। তাই লুল বালার আগেই আমি কাজে ফিরে যাই। চলুন কি, কেন এবং কিভাবে কাজ করার যায়ঃ



  সফটওয়ারের নাম  Axialis Icon Workshop v6.50.Professional Edition
এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা যাবেঃ
·         নিজের ইচ্ছে মত আইকন তৈরী করা যাবে;
·         যেই কোন আইকনকে আবার নিজের ইচ্ছে মত করে সাজানো যাবে;
·         এই সফটওয়্যার দিয়ে MAQ আইকন এবং Windows আইকন তৈরী করা যায়;
·         যেকোন ছবিকে কনভার্ট করে আইকন তৈরী করা যায়;
·         যেকোন সাইজের আইকন তৈরী করা যায়;
·         বিভিন্ন ডিজাইন সফটওয়ারের মত এখানেও সেই সব ডিজাইনার সফটওয়ারের টুল আছে।

এই সফটওয়্যারটি খুব ছোট একটি সফটওয়্যার যার কারণে কম্পিউটারে তেমন কোন প্রেশার পরবে না। এই সফটওয়ারটি মাত্র ৩২ মেগাবাইট। এই সফটওয়ারটির সাথে পাবেন এর সিরিয়াল কী এবং সাথে কিছু আইকন কালেকশন যা এই সফটওয়্যার দিয়ে তৈরী।
এই সফটওয়্যার সেটাপ কিভাবে দিবেনঃ
·         প্রথমেই এইখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
·         তারপর আপনার ডাউনলোড করা ফাইলটি ডাবল ক্লিক করে খুলুন এবং

·         এবার শুধু NEXT বাটনে ক্লিক করতে থাকেন এবং Finish বাটনে ক্লিক করে সেটাপ শেষ করুন।
অনেক কষ্ট করে লিখেছি এবং আপলোড করেছি ভাল লাগলে অবশ্যই কমেন্ট ও লাইক করবেন
Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com