প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

শুক্রবার, মে ১০

বিল গেটস হতাস হচ্ছে আইপ্যাডের কারণে



উইন্ডোজ ট্যাবের প্রশংসার পাশাপাশি আইপ্যাডের সমালোচনা করলেন বিল গেটস।
প্রচলিত কম্পিউটারের তুলনায় আইপ্যাডে বেশ কিছু সুবিধা না থাকায় ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাত্কারে বিল গেটস এ মন্তব্য করেছেন। 
কম্পিউটারকে ট্যাবলেটের ছাড়িয়ে যাওয়া ও ক্লাউড কম্পিউটারের জনপ্রিয়তা বেড়ে যাওয়া প্রসঙ্গে বিল গেটস জানিয়েছেন, এখনো উইন্ডোজ-নির্ভর পণ্যের জনপ্রিয়তা রয়েছে। উইন্ডোজ ৮ এমন একটি যুগান্তকারী উদ্ভাবন যা ট্যাবলেট ও কম্পিউটার, এ দুই রকম সুবিধাই দিতে পারে। যারা উইন্ডোজ নির্ভর ‘সারফেস প্রো’ বা ‘সারফেস আরটি’ ট্যাব কিনেছেন তাঁরা কিবোর্ড, মাইক্রোসফট অফিস সফটওয়্যারের মতো কম্পিউটারের সুবিধাগুলো পাচ্ছেন। পিসি ম্যাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিল গেটস আরও জানিয়েছেন, বাজারে থাকা আইপ্যাড বা এ ধরনের পণ্যগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে উইন্ডোজ ৮ নির্ভর পণ্যেগুলোতে ভরসা করছে মাইক্রোসফট। উইন্ডোজ বিহীন ট্যাবলেটগুলোতে ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন। কারণ এতে টাইপ করা যায় না, ডকুমেন্ট তৈরি করা যায় না, এতে অফিস সফটওয়্যার নেই-এ মন্তব্য বিল গেটসের।
এদিকে, অ্যাপলের পণ্যগুলোতে শিগগিরই ‘অফিস’ সফটওয়্যারটি যুক্ত হতে পারে বলে গুজব রয়েছে। এ প্রসঙ্গে অ্যাপল বা মাইক্রোসফটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশিত হয়নি। 
এদিকে যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ৮ নির্ভর ট্যাবলেটে ডেস্কটপের মতো সুবিধা যুক্ত করার চেষ্টা করছে মাইক্রোসফট। তবে মাইক্রোসফটের পরিকল্পনা এখনো আশানুরূপ সফল হয়নি। চলতি বছরের প্রথম প্রান্তিকে মাত্র নয় লাখ সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে ছেড়েছে মাইক্রোসফট, বিপরীতে অ্যাপল বাজারে এনেছে প্রায় দুই কোটি আইপ্যাড।
সূত্রঃ প্রথম আলো
Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com