প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

বুধবার, জুন ৬

টরেন্ট ফাইল ডাউনলোড করুন IDM দিয়ে


ইন্টারনেট থেকে অনেকে আমরা টরেন্টভিত্তিক ওয়েবসাইটগুলো থেকে বিটটরেন্ট অথবা ইউটরেন্ট দিয়ে বিভিন্ন রকমের ফাইল ডাউনলোড করি। কিন্তু এই সব টরেন্টভিত্তিক ফাইল ডাউনলোডের বেলায় বেশি সংখ্যক সীড না থাকলে দ্রুত গতিতে ফাইল ডাউনলোড করা যায় না। উদাহরণস্বরূপ আমার নিজের কাহিনি বলি। আমি seed ছাড়া ৮০০মেগাবাইটের  একটা গেম ডাউনলোড করতে ২ মাস সময় লেগেছিল।
আবার IDM(Internet Download Manager) দিয়েও এই সব ফাইল ডাউনলড করা যায় না। কিন্তু যদি এমন হয় টরেন্টভিত্তিক এই সব ফাইলগুলো কে IDM দিয়ে ডাউনলড করা যায়, তাহলে আমাদের অনেক সময় বেঁচে যায়। চলুন তাহলে দেখা যাক কি ভাবে IDM দিয়ে এই ফাইল গুলো ডাউনলড করতে হবে।
  • সবার আগে আমাদের এই ওয়েব সাইটে Sign up করতে হবে। সাইটটীর লিঙ্ক এখানে দেয়া হল।http://torrific.com/
  • এখানে আপনাকে আপনার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিতে হবে। সরাসরি হয়ে যাবে, কোন প্রকারমেইল আক্টিভশন লাগবেনা।
  • এর পর আমাদের একটি যেকোন ফ্রি টরেন্ট ওয়েব সাইটে যেতে হবে। উদাহরণ হিসাবে আমি http://www.kat.ph এ গেলাম। এর বেশিরভাগ কন্টেন্ট ফ্রি।
  • এখন আপনার যা দরকার তা লিখে search দিন। হবে।উদাহরণ হিসাবে আমি the fast and the furious লিখে সার্চ দিলাম। এর পর আপনার যেই লিঙ্ক পছন্দ হয় সেই লিঙ্কা এ ক্লিক করুন। ক্লিক করার পর একটি পেজ আসবে।
    লক্ষ করুন ৩টি ট্যাব এক সারিতে আছে। গুগল ক্রম এ ৪টি ট্যাব দেখাবে।
  • tttউপরে লাল কালি দিয়ে মার্ক করা জায়গায়(“Download Torrnet”) রাইটসাইড এ ক্লিক করুন ।
    রাইটসাইড এ ক্লিক করার পর “Copy Link Location” ক্লিক করুন(ফায়ার ফক্স এর জন্য)(গুগল ক্রম বেবহারকারিরা”Copy link addres” ক্লিক করুন)
  • আবার আমরা http://torrific.com/home/ এ চলে যাবো।
untitled2
  • উপরে লাল কালি দিয়ে মার্ক করা জায়গায় মাউস নিয়ে রাইট সাইডে ক্লিক করুন। রাইট সাইডে ক্লিক করার পর paste করুন।
  • Paste করার পর get বাটনে ক্লিক করবো।
  • get বাটনে ক্লিক করার পর “initiat bittorrent transmission” বাটনে ক্লিক করতে হবে।
  • “initiat bittorrent transmission”ক্লিক করার পর এই ফাইল থাকলে  আপনাকে লিস্ট দেখাবে, একপাশে লেখা থাকবে “Your Torrent is available”। আর না থাকলে ফাইলের জায়গা অনুযায়ী অপেক্ষা করতে বলবে। (২ঘন্টার বেশি লাগে না)
এবার আপনার কাঙ্ক্ষিত ফাইলের উপর ক্লিক করে ডাউনলোড করা শুরু করুন।
সবাই ভাল থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com