প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

রবিবার, অক্টোবর ২৮

ব্লগার টিঊটিরিয়াল। পর্ব-২য়

বন্ধুরা আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। বন্ধুরা কয়েকদিন যাবত পোস্ট করতে পারি নাই কারন একটু ঈদ নিয়ে ব্যাস্ত ছিলাম। যাই হোক এসেই পড়লাম। তার আগের পোস্টে আমি লিখেছিলাম কিভাবে একটি ব্লগ সাইট বানানো যায়। আর আজ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।  

                                                          
  • Overview এই Option  এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ব্লগ সাইটে কতজন ভিজিটর আছে। কতগুলো কমেন্টস হয়েছে। দিনে কতজন ভিজিটর এসেছে। আপনি কতটি পোস্ট করেছেন। আপনার ব্লগটি কতজন Follow  করছে ইত্যাদি। নিচের ছবিটি দেখুন।
 

  •  Postএই Option  এর মাধ্যমে আপনি আপনার পোস্ট গুলো দেখতে পারবেন। এখানে আপনি আপনার পোস্ট গুলো আবার নতুন করে Edit করতে পারবেন। দেখতে পারবেন। ও ডিলিট করতে পারবেন। এছাড়া কোন পোস্ট লিখেছে কিন্তু পোস্ট করেন নই অর্থাৎ ড্রাফট পোস্ট সেটি পাবলিস্ট করতে পারবেন। নিচের ছবিটি দেখেন


  • Page এই Option  এর মাধ্যমে আপনি নতুন কোন পেজ বানাতে পারবেন। তাছাড়া আগে বানান পেজ গুলো Edit করতে পারবেন। পেজ গুলো ভিজিটদের কাছে Hidden  রাখতে পারবেন। পেজ গুলো নিজের ইচ্ছামত ডানে বামে রাখতে পারবনে। নিচের ছবিটি দেখুন
                                    
  •  Comments।       এই Option  এর মাধ্যমে আপনি দেখতে পারবেন কে কে আপনার কোন পোস্ট এর উপর Comments  করেছে। নিচের ছবিটি দেখুন

  • Google+ ।   এর মাধ্যমে আপনি আপনার Google+  বা Google+ page  ব্যবহার করতে পারবেন। নিচের ছবিটি দেখুন
 
  •  Stats এটি Overview এর একটি Option  যেখান গেলে আপনি জানতে পারবেন আপনার টোটাল Stats এখানে আপনি মাস, সাপ্তাহ, দিন, বছর ও সময় ভিত্তিক আপনার ব্লগের Stats দেখতে পারবেন। নিচের ছবিটি দেখুন
                      

  • Layout ।  এর মাধ্যমে আপনি আপনার ব্লগের ডিজাইন করতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন আপনার ব্লগের Layout এখান থেকে আপনি আপনার ব্লগের LOGO  পাল্টাতে পারবেন। তাছাড়া কোন নতুন Script  সহ ছবি ফেসবুক লাইক বাটন গুগল+ বাটন Recent post, Recent comments, Labels, profile, Follower ইত্যাদি Gadget  ব্যবহার করতে পারবেন। নিচের ছবি দেখুন।
                     

  • Template।     এর মাধ্যমে আপনি আপনার ব্লগের পুরো ডিজাইন পালটাতে পারেন।  Template বলতে ব্লগের থিম। Template  গুলো যানতে ও বুঝতে ক্লিক করুন এখানেএই থিম গুলো নিজের ব্লগে সেট আপ দিয়ে ব্লগের ডিজাইন সুন্দের করে নিজের মত করে সাজানো যায়।
                      

  • Settings।   এর মাধ্যমে আপনি আপনার ব্লগের সম্পুর্ন কার্জকলাপ ঠিক করে রাখতে পারেন। এই  Settings এ অনেক গুলো বিভাগ রয়েছে এক বিভাগে এক এক কাজ নিচে বিস্তারিত বলছি

   ১. Basicএর মাধ্যমে আপনি আপনার ব্লগের টাইটেল পরিবর্তন সহ Description  ও দিতে  পারবেন Privacy  ঠিক করতে পারবেন। Blog Address  ঠিক করতে পারবেন। Blog Authors  এই Option    আপনি অন্যকেও লিখতে অনুমতি দিতে পারবেন। Blog Readers   Option  এর মাধ্যমে আপনি আপনার ব্লগটিকে শুধু কিছু মানুষের জন্য প্রযোয্য করতে পারবেন
   ২. Post and Comments।             এর মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন কিভাবে ভিজিটরা কমেন্টস করবে, কে কে করতে পারবে ইত্যাদি
   ৩. Posting using SMS/MMS।                 এই   Option  টি তেমন কোন দরকার না এটি দ্বারা আপনি পোস্টিং ইমেল ঠিক করতে পারবেন। 
   ৪. Language।      এর মাধ্যমে আপনি আপনার ব্লগের ভাষা ঠিক করতে পারবেন এছাড়াও সময় ও ঠিক করতে পারবেন সময় ঠিক করা জরুরি কারণ আপনি যখন পোস্ট করবেন তখন পোস্টের পাসে সময় আসে যে আপনি কখন পোস্ট টি করেছেন। তাই সময় ঠিক করুন
   ৫. Search Preference।          এর মাধ্যমে আপনি আপনার ব্লগের <meta/>        Description  দিতে পারবেন। এটি দেওয়া খুবি জরুরি। কারন এর মধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিন (google, bing, yahoo search)  গুলো আপনার ব্লগের খুজে বের করবে।
  ৬. Other ।  এখানে আপনি আপনার site feed  দিতে পারেন। এটি দেওয়ার জরুরি তা দিলেও চলেব কারন ব্লগ থেকে প্রথমেই দেওয়া থাকে।
বন্ধুরা আজ অনেক লিখলাম ২য় পর্বে। অনেক লিখাম ভুল হলে মাফ করে দিবেন। ভাল লাগলে অবশ্যই লাইক দিবেন না দিলে খারাপ লাগবে। কিছু সমস্যা হলে কেমেন্ট এর মাধ্যমে বলবেন এর ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। গুভ বিদায়। ঈদ মোবারাক। 


Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com