আল্লাহর নামে শুরু করছি।
আপনারা সবাই জানেন আমি সব সময়ই ব্লগিং নিয়ে ব্লগ করি। এ কয়েকদিন যাবত ব্লগার নিয়ে কিছু পোস্ট করি নাই কারণ তেমন নতুন কিছু পোস্ট করার ছিল না। যাই পোস্ট করব বলে চিন্তা করেছি। দেখি তাই অন্য কোন ব্লগে আছে। যাই হোক আজকে একটি গেজেট নিয়ে কথা বলব।
আমরা সবাই স্লাইডার সোশ্যাল গেজেট ব্যবহার করি ব্লগারের সুন্দর্যের জন্য। তাই আজ একটি নতুন স্লাইডার গেজট নিয়ে হাজির, এই স্লাইডারটিতে আছে ফেসবুক, টুইটার, গুগল+, পিন্সটার ও আর আর এস। তবে একটু ভিন্ন মাত্রায়। এটি অন্য স্লাইডারের তুলনায় সুন্দর, সিম্পল ও সহজ। একটি ব্যবহার করাও অনেক সহজ। এই স্লাইডটি একবার দেখে নিন অর্থাৎ লাইভ ডেমো হাতে বাম পাশে।
কিভাবে এই স্লাইডারটি আপনার ব্লগে ব্যবহার করবেন আসুন দেখি।
প্রথম ধাপঃ
- আপনার ব্লগারে প্রবেশ করুন;
- তারপর সোজা লেআউট এ চলে যান
- এবং Add HTML এ ক্লিক করুন
- আর নিচের কোডটি সেখানে বসিয়ে দিন।
যদি আপনার ব্লগে jQuery ব্যবহার করা থাকে তাহলে নিচের কোড থেকে jQuery কোডটি মুছে দিন।
(<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.9.1/jquery.min.js"></script>)
<style type="text/css">
ul#social {
position: fixed;
margin: 0px;
padding: 0px;
top: 10px;
left: 0px;
list-style: none;
z-index:9999;
}
ul#social li {
width: 100px;
}
ul#social li a {
display: block;
margin-left: -2px;
width: 100px;
height: 70px;
background-color:#fff;
background-repeat:no-repeat;
background-position:center center;
border:1px solid #AFAFAF;
-moz-border-radius:0px 10px 10px 0px;
-webkit-border-bottom-right-radius: 10px;
-webkit-border-top-right-radius: 10px;
-khtml-border-bottom-right-radius: 10px;
-khtml-border-top-right-radius: 10px;
-moz-box-shadow: 0px 4px 3px #000;
-webkit-box-shadow: 0px 4px 3px #000;
}
ul#social .twitter a{
background:#0F96C6 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzVSlC1XGNVjUdDY4Mohde2QInHd7I71LaQXo8QWybQjepQqtmdKNHn5YwfRNr8sC_QexaaecX1_O8nkBN5q86SkthcNHUFHL6yblUZhF9tDm8X5Zh2xPvC8LlFvVMZJQt7cWpYkKobNc/s1600/Twitter.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .googleplus a {
background:#D73D27 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbA1HrW0xzp2Z7K3sTuvXjht6THizLJ9mTrlASkMdCqyLkD3PgNBTx5TednMpTFP1odCQInQAepjUdb4gt313HCBBgqhx-AUHkdfMBNcj_OuOPiE7VCc95-WK82aeKaRUzrHnMwk7ipUo/s1600/GOOGLE+PLus.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .facebook a {
background:#1A4B97 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKCIY22nL3DKnZ2cmuB3rIIIvgsSFA79PEwX-rSaxc3btHunOqOvGAr2CNCvv_xA6so8ngSoKoTtq7Os4dUf6MtPmdZiFsnZ0IKChP2U05C26I7GQHKlClLXzCwUPD-FCQTPLaOHH2YAI/s1600/Facebook.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .rss a {
background:#FAAE17 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhL1m4TuYbl-1WRQgK9zqJLLCHth6ssz-Y740V81DYQdTICQXppDhQ6CfKWdxcwnDT-ZJM88MCMKiT_LzMaYKRc6VXYByhL2uXJyK_S06DLamMj9wwyy90MaASJPryCDccFM6iY5PKyoRk/s1600/rss.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .pinterest a {
background:#963336 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz7DUZr7xTFMCF8Q6ZL7HwBarcPcVY5MMeehr6jl88-lp4DXEJtN_yMTM_pjzroiE_ayeHP-ZyIlcymi9YFmmuRBEu8LrP5WWPqRK2FicBm8f2FFTj7tG1Ae7J9rDYuPQuy56s0w98-RE/s1600/Pinterest.png)no-repeat;
background-position:center center;
}
</style>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.9.1/jquery.min.js"></script>
<script type='text/javascript'>
$(function () {
$('#social a').stop().animate({
'marginLeft': '-85px'
}, 1000);
$('#social > li').hover(
function () {
$('a', $(this)).stop().animate({
'marginLeft': '-2px'
}, 200);
},
function () {
$('a', $(this)).stop().animate({
'marginLeft': '-85px'
}, 200);
}
);
});
</script>
<ul id='social'>
<li class='twitter'><a href='#' title='Twitter'></a></li>
<li class='googleplus'><a href='#' title='Google Plus'></a></li>
<li class='facebook'><a href='#' title='Facebook'></a></li>
<li class='rss'><a href='#' title='Rss'></a></li>
<li class='pinterest'><a href='#' title='Pinterest'></a></li>
</ul>
দ্বিতীয় ধাপঃ
এবার উপরের যেই কোডটি কপি করেছেন সেটিকে এবার একটু কাস্টমাইজ করে নিন।
আপনার পেজের লিংক গুলো ব্যবহার করুন # একটি পরিবর্তন করে।
এবার সেভ করে দিন এবং ব্লগে প্রবেশ করুন দেখবেন আপনার স্লাইডার সাইটে দেখা যাচ্ছে
এই ভাবেই আপনি এই সুন্দর স্লাইডারটি আপনার ব্লগে ব্যবহার করতে পারবেন।
ভাল লাগলে অবশ্যই বলবেন। যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুক এ বলেন ইনবক্স করেন। আমি বলে দিব বা সাহায্য করবো। আশা করি এই পোস্ট এ কোন প্রকার ভুল নেই আর যদি থাকে তাহলে ভুল ধরিয়ে দিবেন।