প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

বুধবার, জুন ৬

নাম্বার দিয়ে ল্যান্ডফোন ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করুন


বাংলাদেশে ল্যান্ডফোন ব্যবহারকারী অপরিচিত কারো পরিচয় জানার প্রয়োজন হতে পারে। যে কোন ল্যান্ড ফোন নাম্বার দিয়েই আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতিতে এটি করা যায়। চলুন দেখি কিভাবে এটি করা যায়
এই কাজটি করতে প্রথমে নিচের লিংকে ক্লিক করুনঃ
এরপর নিচের ছবির ধাপ গুলো অনুসরণ করুনঃধাপ - ১
ধাপ - ২
লগইন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে
ধাপ - ৩
প্রথমে CUSTOMER ID (AREA CODE + PHONE) এ আপনি যে ফোন নাম্বার ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে চান সেই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান। এরপর PASSWORD হিসেবেও একই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান এবং লগইন করুন।
এবার নিচের ছবি অনুসারে কাজ করুনঃ
ধাপ - ৪
PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ
ধাপ - ৫
মার্ক করা অপশন দুটোর যে কোন একটিতে ক্লিক করুন। নিচের ছবির মত আরেকটি পেইজ আসবে।
ধাপ - ৫
এরপর মাস ও বছর লিখে সাবমিট করুন। নিচের ছবির মত আপনি একটি বিল দেখতে পাবেন যেখানে ব্যবহারকারীর নাম ও ঠিকানাও থাকবে। এভাবেই অপরিচিত যে কারও নাম ও ঠিকানা বের করতে পারবেন। এছাড়াও বিটিসিএল এর গ্রাহকরাও নিজেদের টেলিফোন বিল ইন্টারনেটে দেখতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com