আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসা করি অনেক ভাল আছেন। অনেক দিন ধরে লিখতে বসি না। আজ বসলাম তারপরও কোণ টপিক পাচ্ছিলাম না। এত দিন একটু ফ্রিলেন্সিং নিয়ে ব্যাস্ত ছিলাম। আমার কিছু কাজ দেখতে পারেনঃ
আসলে এই পোস্টি রমজানের প্রথমে করলে ভাল হত। আসলে প্রথমেই করতাম কিন্ত ঐ যে বললাম ফ্রিলেন্সিং এ ব্যাস্ত ছিলাম। যাই হোক আমি আজ একটি গেজট শেয়ার করব সেটি অবশ্যই রমজান নিয়ে। নিচে থেকে তৈরী ফ্লাস দিয়ে। তাই আপনার কম্পিউটারে অবশ্যই ফ্লাস থাকতে হবে।
এর লাইভ ডেমো দেখার দরকার নাই, দেখতে দারুন সুন্দর। তারপরও দেখতে চাইলে নিচের থেকে দেখে নিন। এই swf ফাইল থেকে ভিডিও করা তাই একটু ঘোলাটে দেখাচ্ছে।
কিভাবে এটিকে আপনার ব্লগে যুক্ত করতে পারবেন?
প্রথমেই আপনার ব্লগে প্রবেশ করুন > তারপর টেম্পেল্ট অপশনে যান > এবার এডিট অপশনে যান সেখানে গিয়ে </body> ট্যাগটি খুজে বের করুন। তারপর নিচের কোডটি এর উপরে দিয়ে সেভ করে দিন।
<div align="center">
<table border="0" width="900" cellspacing="0" cellpadding="0">
<tr>
<td width="900" height="0">
<div style="float:top right; position:absolute; overflow:visible; left:45px; top:0px; height:192px; width:144px z-index: 9999;">
<object classid="clsid:D27CDB6E-AE6D-11CF-96B8-444553540000" id="obj2" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" border="0" width="192" height="144"><param name="movie" value="http://mybloggerlab.com/Scripts/stardima.swf"/><param name="quality" value="High"/><param name="wmode" value="transparent"/><embed src="http://mybloggerlab.com/Scripts/stardima.swf" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" name="obj2" width="192" height="144" quality="High" wmode="transparent"></embed></object>
</div>
</td>
</tr>
</table>
</div>
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভাল থাকবেন
সুস্থ থাকবেন যেটা সবচেয়ে বড় কথা সেটা হল রোজা রাখবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন