প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

শুক্রবার, নভেম্বর ২

আইবিএমের সুপার কম্পিউটার ওয়াটসন

ডাক্তারদের প্রশিক্ষণ দিতে আইবিএমের সুপার কম্পিউটার 'ওয়াটসন' গেছে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিক লার্নার কলেজে। ওয়াটসনকে সেখানে ডায়াগনস্টিক টুল হিসেবে ব্যবহার করা হবে। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জিওপার্দি নামের একটি কুইজ শো-তে দুজন মানুষকে হারিয়ে দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পায় ওয়াটসন। গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার এবং ঝুঁকিপূর্ণ ডায়াগনসিসে ব্যবহার করা হবে সুপার কম্পিউটারটি। এ ছাড়া মেডিক্যাল স্কুলের শিক্ষা উপকরণ হিসেবেও ব্যবহার করা হবে একে। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে আইবিএমের এই সুপার কম্পিউটারটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত এবং হালনাগাদ পণ্য বলে বিবেচনা করা হচ্ছে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন মেশিনের কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক সময় ভুল তথ্য এবং ফলাফল দিতে পারে। উল্লেখ্য যে নিউ ইয়র্কে অবস্থিত একটি ক্যান্সার সেন্টার এবং স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে ওয়াটসন সুপার কম্পিউটার। ক্লিভল্যান্ড কলেজের প্রধান তথ্য কর্মকর্তা মার্টিন হ্যারিস বলেন, 'আইবিএমের সুপার কম্পিউটারের সঙ্গে মিলে কাজ করলে চিকিৎসক এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।'
সূত্র : বিবিসি, কালের কন্ঠ
আমার সম্পর্কে জানুনঃ মোঃ ইনসান আহমেদ 
Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com