আসসালামু
আলাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভালই আছেন। আমাদের সবারই ফেসবুক একাউন্ট আছে। আমরা সবাই
ফেসবুক চলাই। কিন্তু ফেসবুক চালাতে ভাল লাগলেও আমরা যখন আমাদের ইমেল খুলি তখন আর
আমাদের ভাল লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে ফেসবুক ব্যবহার
বন্ধ করে দেই। তো বন্ধুরা ফেসবুক বন্ধ করতে হবে না। আমি আজ একটি ট্রিকস দেখাব,
যা আপনার ইমেলে ফেসবুক এর Notification আর
দেখাবে না। তা অন্য একটি ফোল্ডার এ চলে যাবে।
১.
প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল আপনার ইমেল একাউন্টটি লগইন করুন।
২.
তারপর ইমেল এর Settings এ চলে যান সরাসরি।
৪.
তারপর সেখানে গিয়ে Create
a new filter ক্লিক কর।
৫. তারপর
একটি বক্স আসবে। সেখানে আপনি যে ওয়েবসাইটের Notification বন্ধ করতে চান তার নাম দিন। যেমনঃ আপনি ফেসবুক এর বন্ধ করতে চাইলে
এখানে facebook লিখবেন।
৬.
তারপর Create filter with this search » এ
ক্লিক করুন, এতে ক্লিক করলেই আর একটি বক্স আসবে সেখানে
আপনি Skip the Inbox (Archive it) বাটনে ক্লিক করুন।
৭. এবং সর্বশেষ যে কাজ আপনি Create Filter এ ক্লিক করুন।
এইতো হয়ে গেলো এখন আর ফেসবুক এর Notification মেসেজ আর আসবে না।
ট্রিকসটি
ভাল লাগলে শেয়ার করবে। লাইক ও কমেন্ট এর মাধ্যমে বলবেন।
ফেসবুক এ আমাকে পেতেঃ