প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

বৃহস্পতিবার, জুন ৭

সহজ এবং উপকারী একটি রিকভারি সফটওয়্যার!


“বিসমিল্লাহির রহমানীর রাহিম”। প্রথমেই সবাইকে জানাই “ঈদ মোবারক”। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আমাদের হার্ডডিস্ক ফরমেট করে ফেলি হয়ত সেটা ভুল বশত, আবার হয়ত কোন কারণ বশত। অনেকে মনে করেন হার্ডডিস্ক ফরমেট বা কোন ফাইল ডিলিট হয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। আবার অনেকে বিভিন্ন রিকোভারি সফটওয়্যার ও ব্যবহার করেন। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে। যেমন ধরুন ড্রাইভটি অনেক্ষন ধরে সার্চ করা আবার অনেক্ষন ধরে সার্চ করার পরও সঠিক ফাইলটি খুজে না পাওয়া ইত্যাদি ইত্যাদি। এখন আপনাদের সাথে আমি যে সফটওয়্যারটা শেয়ার করছি এটা আমার দেখা খুবই সহজ এবং ভালো। আসলে একেক জনের রুচি একেক রকম। এটা আমার পছন্দ হয়েছে তাই শেয়ার করলাম। এই সফটওয়্যারটার নাম হলো Handy Recovery। ভারসন হলো 4.0।

সুবিধা সমূহ:

১. দ্রুত ড্রাইভ সার্চ করা করে।
২. রিকোভারি দ্রুত করে।
৩. সফটওয়্যারটা ব্যবহারে সহজ।

যেভাবে ব্যবহার করবেনঃ

১. সফটওয়্যারটা চালু করুন।
২. আপনার ড্রাইভটা সিলেক্ট করুন। এবং Analyze বাটনে ক্লীক করুন।
৩. ফলে আপনার ড্রাইভটা Analyze বা সার্চ হবে।
৪. Analyze শেষে যেগুলো ফোল্ডার ক্রোস বা লাল দাগ দেওয়া আছে মুলত সেগুলোই হলো আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইল বা ফোল্ডার।
৫. এবার আপনার ফাইলটি সিলেক্ট করুন। এবং রাইট বাটনে ক্লীক করে Recover বাটনে ক্লীক করুন।
৬. ফলে একটা বক্স আসবে। সেখানে Browse বাটনে ক্লীক করে রিকভার ফাইলগুলো রাখার জায়গা ঠিক করে দিন।
৭. সবশেষে OK বাটনে ক্লীক করলেই ফাইলটি রিকোভার হয়ে যাবে।

ডাউনলোডঃ

Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com