বিসমিল্লাহির রহমানির রহিম। সফটওয়ার ইন্সটল করার ক্ষেত্রে ইন্সটলারের অবদান অনেক। কেননা সফটোয়ারগুলো ব্যবহার করার জন্য কিছু ফাইল c ড্রাইভের কিছু ডিরেক্টরিতে থাকা প্রয়োজন। যেটা নতুনদের জন্য জানা একদম অসম্ভব। আর তাই ইন্সটলার ফাইলে কমান্ড দেওয়ার মাধ্যমে সফটয়ারের ফাইলগুলো প্রয়জনীয় ডিরেক্টরিতে চলে যায়। আর এভাবেই সফটওয়ারটি ব্যবহার উপযোগী হয় । এখন প্রশ্ন হলো ইন্সটলার কী?
ইন্সটলার হলো বিশেষ ধরণের প্রোগ্রাম । সহজ কথায় আমরা যেকোনো পোগ্রাম ইন্সটল করতে যে ফাইল্টিতে বার বার Next বাটন চাপতে হয় সে ফাইলটিকে
ইন্সটলার বলে । অনেকের মণেই এই চিন্তা জাগে যে,আমিও যদি এই ইন্সটলার ফাইল বানাতে পারতাম । আপনিও যদি সেই গ্রুপের সদস্য হোন তাহলে এই পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন ।
এই রকমই ইন্সটলার ফাইল বানানোর সফটয়ার Smart Install Maker.কি ভাই আমার কথা শুনে গুগল সার্চ করছেন ? সেই ভুল করবেন না । আসলে এইসব সফটওয়ার সার্চ করে বের করা বিরক্তিকর ব্যাপার। আর তাই ঝটপট এই লিঙ্কে গিয়ে ফাইলটি নামিয়ে নিন ।
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন ঃ
সফটওয়ারটির কাজ পানির মত সহজ । তাই টিউটোরিয়াল দেখালাম না । আর বেশী কিছু লেখার প্রয়োজনীয়তাও মনে করছি না ।
এটা আমার প্রথম পোস্ট । মানুষ মাত্রই ভুল । ভাইজানরা ভুলত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ।
বিঃদ্রঃ এই ফাইলটি অনেক ওয়েবসাইটে টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমি এই ফাইলটি দিচ্ছি একদম ফ্রি তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন