প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

বৃহস্পতিবার, জুন ৭

সহজেই বানান সফটওয়ারের ইন্সটলার!


বিসমিল্লাহির রহমানির রহিম। সফটওয়ার ইন্সটল করার ক্ষেত্রে ইন্সটলারের অবদান অনেক। কেননা সফটোয়ারগুলো ব্যবহার করার জন্য কিছু ফাইল c ড্রাইভের কিছু ডিরেক্টরিতে থাকা প্রয়োজন। যেটা নতুনদের জন্য জানা একদম অসম্ভব। আর তাই ইন্সটলার ফাইলে কমান্ড দেওয়ার মাধ্যমে সফটয়ারের ফাইলগুলো প্রয়জনীয় ডিরেক্টরিতে চলে যায়। আর এভাবেই সফটওয়ারটি ব্যবহার উপযোগী হয় । এখন প্রশ্ন হলো ইন্সটলার কী?
ইন্সটলার হলো বিশেষ ধরণের প্রোগ্রাম । সহজ কথায় আমরা যেকোনো পোগ্রাম ইন্সটল করতে যে ফাইল্টিতে বার বার  Next বাটন চাপতে হয় সে ফাইলটিকে
ইন্সটলার বলে । অনেকের মণেই এই চিন্তা জাগে যে,আমিও যদি এই ইন্সটলার ফাইল বানাতে পারতাম । আপনিও যদি সেই গ্রুপের সদস্য হোন তাহলে এই পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন ।
এই রকমই ইন্সটলার ফাইল বানানোর সফটয়ার  Smart Install Maker.কি ভাই আমার কথা শুনে গুগল সার্চ করছেন ? সেই ভুল করবেন না । আসলে এইসব সফটওয়ার সার্চ করে বের করা বিরক্তিকর ব্যাপার। আর তাই ঝটপট এই লিঙ্কে গিয়ে ফাইলটি নামিয়ে নিন ।
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন ঃ
সফটওয়ারটির কাজ পানির মত সহজ । তাই টিউটোরিয়াল দেখালাম না । আর বেশী কিছু লেখার প্রয়োজনীয়তাও মনে করছি না ।
এটা আমার প্রথম পোস্ট । মানুষ মাত্রই ভুল । ভাইজানরা ভুলত্রুটি হলে ক্ষমা করে দিয়েন ।
বিঃদ্রঃ এই ফাইলটি অনেক ওয়েবসাইটে টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমি এই ফাইলটি দিচ্ছি একদম ফ্রি তে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com