বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালই আছেন। বন্ধুরা এইটা আমার প্রথম পোস্ট এই ব্লগে। যাই হোক আশা করি আপনাদের সারা পাবো। আমি অনেক দিন যাবত ইন্টারনেট ব্যবহার করি। আমি মোট তিনটা ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করি। প্রথম আমার ডেস্কটপে, লেপটপে আর মোবাইলে। এতগুলো ডিভাইসে আলাদা আলাদা ইন্টারনেট ব্যবহার করতে গেলে অনেক টাকার প্রয়োজন। তাই আমি অনেক দিন যাবত অনেক সফটওয়্যার খুজছি। কিন্তু একটাও কাজের পাইনি। কিন্তু কিছু দিন আগে আমি একটা সফটওয়্যার পাই , তা সত্যি অনেক কাজের। আমার কাজ হয়েছ তাই আমি আপনাদের আছে বলছি. যাই হোক আর কথা বারাবো না। চলেন দেখি কিভাবে লেপটপ দিয়ে WIFI Hotspot তৈরি করা যায়।
প্রথমেই নিচের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করে নিন। Connectiy.me |
এবার
ইন্সটল করে নিন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ এ।
মনে
রাখবেন, ওয়াইফাই
হট স্পট বানাতে আপনার নিচের হার্ডওয়্যার গুলো থাকতে হবে;
ডেস্কটপ
অথবা ল্যাপটপ কম্পিউটার।
ডেস্কটপ
হলে, একটি
ওয়াইফাই কার্ড (PCI অথবা USB ডংগল), আর ল্যাপটপ হলে ল্যাপটপ এর
ওয়াইফাই কার্ড।
ওয়াইফাই
কার্ড এর আপডেট ড্রাইভার।
Connectify সফটওয়্যার টি।
একটি
ইন্টারনেট কানেকশন।
যদি
ডেস্কটপ হয়ঃ
আপনি
যদি আপনার ডেস্কটপ দিয়ে ওয়াইফাই হট স্পট বানাতে চান, তবে, প্রথমেই আপনার ডেস্কটপ এ আপনার ওয়াইফাই কার্ড টিকে ইন্সটল করেনিন
(ড্রাইভার সহ)।
যদি
ল্যাপটপ এ হয়ঃ
আপনি
যদি আপনার ল্যাপটপ দিয়ে ওয়াইফাই হট স্পট বানাতে চান, তবে, প্রথমেই আপনার ল্যাপটপ এ আপনার ওয়াইফাই কার্ড টিকে এনাবল করে নিন
(প্রয়োজনে আপডেট ড্রাইভার ইন্সটল করে নিন)।
এবার, Connectify সফটওয়্যার
টি ইন্সটল করুন। সফটওয়্যার টি ইন্সটল করা খুবি সোজা, শুধু মাত্র, কয়েকবার নেক্সট নেক্সট করে
গেলেই দেখবেন সফটওয়্যার টি ইন্সটল হয়ে গেছে।
সফটওয়্যার
টি চালু হবার পরে নিচের ছবির মতন একটি ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। আসুন পরিচিত
হয়ে নেই এই ইন্টারফেস এর বিভিন্ন অংশের সাথে;
সেটিংস্
ট্যাব এ প্রথমেই আছে,
Hotspot Name এবং Password যেহেতু আমি লাইট ভার্সন টি ব্যবহার করছি তাই আমি আমার হট স্পট এর নাম
যাই দেই না কেন, আগে অবশ্যই Connectify
লিখা থাকবে। এখানে আমি নাম দিয়েছি, “Connectify-test”.
আর Password হচ্ছে, আপনি যেই কী টা দিতে চান আপনার নেটওয়ার্ক সিকিউরিটির জন্য তা দিয়ে
দিন।
এর পরে আসছে; Internet to S h a re, তার
মানে, এখানে আপনি ঠিক যেই ইন্টারনেট কানেকশন টি
শেয়ার করতে চাচ্ছেন, তা সিলেক্ট করে দিন। আমার
ল্যাপটপ এ Broadcom NetXtreme 57XX নেটওয়ার্ক
ইন্টারফেস কার্ড এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন এসেছে, আর আমি চাচ্ছি যে, এই ইন্টারনেট টিকে আমি
আমার হট স্পট এ শেয়ার করব; তাই আমি Internet
to Sh a r e এ আমার Banglalion
WiMax নেটওয়ার্ক ইন্টারফেস টিকে সিলেক্ট করে
দিয়েছি।
তারপর নিচের মত Start Hostpot বাটনে
ক্লিক করুন
এইতো
হয়ে গেলো আপানার WiFi
Hostpot এবার আপনি ব্যবহার করতে পারেন আপনার তৈরি ইন্টারনেট WiFi
ভাল
লাগলে লাইক দিয়ে আগ্রহী করে তুলুন আমাকে।