প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

ব্লগার টিউটিরিয়াল




আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ এর রহমতে সবাই ভাল আছেন। প্রথমেই আল্লাহ এর কাছে প্রার্থনা জানাই যে আজ থেকে ধারাবাহিক ভাবে ব্লগার এর উপর টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি আমদের এই পিসি হেল্পলাইন বিডি.কম এ। একটি “ব্লগ” পরিপূর্নরূপে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হয়। তাই এই ধারাবাহিক টিউটোরিয়াল এর মাধ্যমে আশা করি সবাই ব্লগার তৈরির ক্ষেত্রে উপক্রিত হবেন।
ব্লগার কি : ব্লগার হচ্ছে একটি ব্লগ প্রকাশ সেবা। এই ব্লগার পাইরা ল্যাবস দ্বারা প্রতিষ্ঠীত ছিল। কিন্তু ২০০৩ সালে Google (সার্চ ইঞ্জিন) তা কিনে নেয়। আর এই ব্লগার এর ব্লগ বর্তমানে Google এর নিজস্ব সার্ভার থেকে পরিচালিত হয় এবং এর ডোমেইন হলো blogspot.com। এই ব্লগার এর মাধ্যমে এক বা একাধিক ব্যাক্তি ব্লগ করতে পারবেন।

Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com