প্রযুক্তির খেলা ব্লগস্পট থেকে তার নিজস্ব ডোমেইনে
তাই ভিজিট করুন আমার সাইটে www.projuktirkhela.com

to stay updated on our progress.

মঙ্গলবার, এপ্রিল ৩০

কিভাবে একটি Andriod Apps তৈরী করা যায়।

আশা করি সবাই ভাল আছেন। আসলে আমরা সবাই ব্লগিং করতে ভালবাসি বা অনেকে পছন্দ করি। এবং আমারা সব সময়ই চাই যে আমাদের যেই ভিজিট আছে তারা যেন ভাল সুবিধা পায় বিশেষ করে মোবাইল ব্যবহার কারিরা। কারণ আমরা জানি ব্লগার এর মোবাইল থিম তেমন একটা ভাল না। তাই এর কারণে দেখা যায় মোবাইল থেকে অনেকেই ভিজিট করতে চায় না আমাদের ব্লগে। আমারও একটি চিন্তা ছিল যে মোবাইল থেকে ভিজিটর কিভাবে বাড়ানো যায়। এই নিয়ে ঘাটতে ঘাটতে একসময় পেলাম এই Apps এর খোজ।যাই হোক কথা না বাড়িয়ে আসুন কাজে নেমে পরি।
এতে কি কি সুবিধা আছেঃ
v  সুন্দর থিম আছে।
v  সহজ ন্যাভিগেশন অপশন যার কারণে ভিজিটরদের সুবিধা হয় যেকোন কিছু খোজ করতে।
v  এডিট করতে সুবিধা।
v  এর দ্বারা টাকাও আয় করা সম্ভব।
v  নিজের ইচ্ছামত ডিজাইন করা যায়।
v  এবং এটি তৈরী করতে কোন টাকার প্রয়োজন নেই একদম ফ্রি।


আসুন দেখি কিভাবে আমরা এই Apps টি বানাতে পারি।
প্রথমেই আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হল আপনি ব্রাউজার থেকে নিউ ট্যাব ওপেন করে নিন তারপর নিচের নির্দেশনা অনুয়ায়ী কাজ করুন।
এটি বানাতে প্রথমেই আপনাকে এই সাইটে প্রবেশ করতে হবে। আপনি প্রবেশ করলে নিচের মত দেখতে পারবেন।

এইখানে Create App এ ক্লিক করুন। এই খানে ক্লিক করলে নিচের মত দেখতে পারবেন।এইখানে আপনি আপনার ব্লগের ঠিকানা দিন।[যেমনঃ http://projuktirkhela.blogspot.com/] তারপর ব্লগার সিলেক্ট করে Create App এই বাটোনে ক্লিক করুন।

কিছুক্ষন অপেক্ষা করুন তারপর নিচের মত্ এইরকম কিছু দেখতে পারবেন।

তারপর নিচের মত কিছু দেখতে পারবেন।

উপরে ডান পাশে একটি Close বাটন আছে সেখানে ক্লিক করে তা বন্ধ করে দিন। তারপর নিচের মত দেখতে পারেবন।



]








এইখানে ২ style এ ক্লিক করে আপনার সাইটের লোগো আপলোড করে নিন। নিচের ছবির মত করে।
এইবার নিচের ছবির মত করে কাজ করে যান।/




























এই আপনি আপনার মন মত করে ডিজাইন করে নিন। তারপর নিচের মত করে কাজ করেন।































এইখানে আপনি আপনার সকল তথ্য দিয় দিন। আপনার App icon সহ splash Screen পরিবর্তন করে নিন। তারপর নিচের নির্দেশনা অনুসরণ করুন। splash Screen পরিবর্তন করার জন্য Change বাটনে ক্লিক করে নিন তারপর নিচের মত একটি পেজ দেখতে পারবেন। এবং সে অনুযায়ি কাজ করেন।



আপলোড হলে সেভ করুন এবং close করুন।তারপর নিচের মত করে কাজ করুন



আপনি যদি আরো কিছু করতে চান তাহলে সেখান থেকে খুব শজেই করতে পারবেন। এবার সেভ করে ফেলুন সেভ বাটনে ক্লিক করলে একটি পপআপ বক্স আসবে সেখানে আপনার ইমেল দিয়ে লগইন করুন এবং তারপর উপরের মত একটি পেজ আসবে সেখানে আপনার পেকেজটি সিলেক্ট করে নিন। ব্যাস আপনার কাজ শেষ। আমি ছোট করে বলেছি। বড় করে বলার দরকার নাই বলে মনে করেছি। কারণ সেই সাইটে চলে গেলে সবাই বুঝতে কি করতে হবে।
 ভাল লাগলে শেয়ার, কমেন্ট ও লাইকতো চাই।
Blogger দ্বারা পরিচালিত.
জনপ্রিয় পোস্ট সমূহ

আমার সম্পর্কে

Search (Don't Edit)

ব্লগ লাইব্রেরী

বিভাগ

ইমেল দিয়ে পোস্ট এর আপডেট পেতে

Subscribe করুন

সম্প্রতিক মত্নব্য

Review projuktirkhela.blogspot.com on alexa.com